chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পায়ুপথে ইয়াবা পাচার: আটক ৩ হিজড়া

টেকনাফের দমদমিয়ায়

নিজস্ব প্রতিবেদক: পায়ুপথে ইয়াবা লুকিয়ে শেষরক্ষা হয়নি তিন হিজড়ার। তিন হাজার পিস ইয়াবাসহ ধরা খেল টেকনাফের বিএসবি’র হাতে। 

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে টেকনাফের দমদমিয়ায় পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচারকালে তিন হাজার পিস ইয়াবাসহ ৩ জন হিজড়াকে গ্রেফতার করে টেকনাফ ব্যাটালিয়ন।

গ্রেফতারকৃতরা হলেন, দমদমিয়া গ্রামের মৃত ওলা মিয়া ও মনজুমা খাতুনের সন্তান মো. করিম নারী নাম কারিমা বেগম (৩৫), গোদার বিল গ্রামের মৃত জালাল হোসেনের সন্তান মো. ফারুক নারী নাম পিংকি (২৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং -১৭, ব্লক নং-ই এর মৃত আবদুস সামাদের সন্তান মো. ইলিয়াস, নারী নাম রুবিনা আক্তার (২০)।

বিএসবি সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দমদমিয়া চেকপোস্টে অভিযান চালানো হয়। এসময় টেকনাফ থেকে বালুখালীগামী এক সিএনজিতে যাত্রীদের তল্লাশি চালালে তাদের পায়ুপথের ভিতরে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তারা।

এমএআর/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর