chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় একটি বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি মামলা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) নগরের চাঁন্দগাঁও ও বহদ্দারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযানে পাঠানিয়াগোদা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় একটি বেকারির মালিককে জরিমানা ছাড়াও মামলা করা হয়। অপরদিকে চসিকের মালিকানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে চলাচলের পথ দখল করে ব্যবসা করে আসা প্রতিষ্ঠান সরিয়ে দেওয়া হয়।

অভিযানে চসিক ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর