chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হতদরিদ্ররা পেলেন সোনালী ব্যাংকের অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৫৫০ জন হতদরিদ্র মানুষ পেয়েছেন ২ হাজার টাকা করে।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে এসব অর্থ তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, করোনার কারণে উন্নত বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অর্থনতিকভাবে এগিয়ে যাচ্ছে। এক সময়ের তলাবিহীন ঝুড়ি বলা দেশটি বেশ কিছু অর্থনৈতিক সূচকে প্রতিবেশী অনেক দেশকে ছাড়িয়ে গেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের অসহায় ও কর্মহীন মানুষকে সহযোগিতার আওতায় আনা হয়েছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লি. আগ্রাবাদ কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হক ও ব্যাংকের চট্টগ্রাম উত্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোছাইন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর