chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিআরটিএ’তে র‌্যাবের অভিযান, ৩০ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব-৭। দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত ৩০ জন দালালকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আমানবাজার নতুনপাড়া বিআরটিএ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস নবায়নসহ গাড়ির বিভিন্ন কাগজপত্র করাতে আসেন চট্টগ্রামের বিআরটিতে। কিন্তু দালালরা কাগজপত্র করে দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়াসহ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএ কার্যালয় এলাকায় র‍্যাব আজ অভিযান চালায়। অভিযানে ৩০ জন দালালকে আটক করা হয়। অভিযান চলাকালে দালালদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স করার ও মোটরযান রেজিস্ট্রেশন করার বিপুল পরিমাণ কাগজ জব্দ করা হয়।

এর আগে গত ১৩ জুন বিআরটিতে অভিযান পরিচালনা করে ২১ জনকে আটক করেছিল র‍্যাব।

বিস্তারিত আসছে…
এসএএস/নচ

এই বিভাগের আরও খবর