chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় পানিতে পড়ে প্রাণ হারাল প্রতিবন্ধী শিশু

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় পানিতে পড়ে প্রাণ হারিয়েছে এক প্রতিবন্ধী শিশু। আজ শনিবার সকালে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর লতাপীরের মাজার সংলগ্ন মৎস্যঘেরের পানিতে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।

নিহত প্রতিবন্ধী শিশুর নাম মো. আবদুল্লাহ (৭)। সে ওই এলাকার মো. শহিদুল্লাহর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নির্মল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অন্যান্য দিনের মতো গতকাল শুক্রবার রাতে নিজেদের মাছের ঘেরে পাহারা দিতে যায় শহিদুল্লাহ, তার স্ত্রী ও তাদের প্রতিবন্ধী ছেলে আবদুল্লাহ। আজ সকালের দিকে শিশু আবদুল্লাহ মাছের ঘেরের পানিতে নামলে ডুবে যায়।

পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর