chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ফের ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আবারও এক নারীর শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। ওই নারীর বয়স ৩৫ বছর। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল।

জানা গেছে, করোনা পরবর্তী বিভিন্ন জটিলতা নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে বলে নিশ্চিত হন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল জানান, ওই রোগী করোনা থেকে সুস্থ হওয়ার পর বিভিন্ন জটিলতা নিয়ে চমেক হাসপাতালে গত ৩ দিন আগে ভর্তি হন।

পরে বিভিন্ন পরীক্ষায় নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে ওই নারী মিউকোরমাইকোসিস রোগে আক্রান্ত। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন বলেও জানান ডা. সুযত পাল।

প্রসঙ্গত, এ নিয়ে চট্টগ্রামে ৩ জন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর