chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হারবাং নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল (২৬)। তিনি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়ার মো. আবুল কালামের ছেলে।

চিরিংগা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টিটো দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিহতের মামা শিক্ষক মো. মানিক বলেন, আমার ভাগিনা নির্মাণাধীন রেললাইনে শ্রমিকের কাজ করে। শনিবার সকাল ১০টায় নোয়াবাজার এলাকার হাইস্কুলের সামনে হেঁটে সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল সে।

হঠাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে অচেতন অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর