দেশসেরা আঞ্চলিক পত্রিকার স্বীকৃতি দৈনিক পূর্বকোণের
দৈনিক হিসেবে স্বীকৃতি জনকন্ঠের
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের আঞ্চলিক পত্রিকার গুলোর মধ্যে থেকে দেশসেরা আঞ্চলিক পত্রিকার সম্মাননা অর্জন করেছে চট্টগ্রামের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক পূর্বকোণ। আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে এ সম্মাননা স্বীকৃতি প্রদান করা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য সস্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে তথ্য ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীর হাতে এই সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল সভাপতি এডভোকেট রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, জুরি বোর্ডের প্রধান ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও প্রেস কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার ও আধুনিক সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।’ একই সাথে দৈনিক পূর্বকোণ ছাড়াও সম্মাননা প্রদান করা হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকাকে।
এমএআর/জেএইচ/চখ