chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় হানিফ পরিবহনের বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনা ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ যাত্রী আহত হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টার দিকে চুনতি ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই আবুল খায়ের চট্টলার খবরবে বলেন, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের সাথে কক্সবাজারমুখী লেগুনা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনা ভ্যানটি রাস্তার উপর দুমড়েমুচড়ে যায়। এই ঘটনার ৮ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের তাৎক্ষনিক নাম পরিচয় জানা যায়নি। তাদের মাথায় ও মুখে জখম হয়েছে ।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর