রিফাত হত্যা : সেই সন্ত্রাসী মুসা বন্ড গ্রেফতার
ডেস্ক নিউজ : বরগুনার আলোচিত সেই সন্ত্রাসী বন্ড বাহিনীর অন্যতম সদস্য মুসা বন্ডকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ওসি তারিকুল ইসলাম। অস্ত্র, মাদকসহ মুসা চারটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। এর আগে ২০১৯ সালের ২৬ জুন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিল মো. মুসা ওরফে মুসা বন্ড। রিফাত হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন মুসা।
সন্ত্রাসী নয়ন বন্ড থেকে শুরু করে রিফাত ফরাজী, রাব্বি আকনরা পুলিশের হাতে গ্রেফতার হলেও নয়নের অন্যতম সহযোগী মুসা বন্ডকে ধরতে পারেনি পুলিশ। তবে, গত বছরের ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যার প্রাপ্তবয়স্ক আসামিদের রায়ে মুসা বন্ডকে খালাস দেয় আদালত।
সদর থানার কেএম তারিকুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন পলাতক ছিল মুসা বন্ড। মুসার নামে শুধু সদর থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টার মামলাসহ ৪টি মামলায় ওয়ারেন্ট ছিল। পুলিশ তার কোনো হদিস পায়নি। আজ শুক্রবার রাতে মাছ বাজার এলাকা থেকে মুসাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ আদালতে তোলা হবে মুসা বন্ডকে।
মুসা বরগুনা পৌরসভার ধানসিঁড়ি রোড এলাকার কামাল খানের ছেলে।
এসএএস/জেএইচ/চখ