chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ঢাকা-কলকাতা ফ্লাইট

চট্টলা ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনার জন্য তাদের নতুন সূচি ঘোষণা করেছে ।এয়ার বাবল চুক্তির আওতায় ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট। 

শনিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।

তিনি বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যে কোনো সেলস অফিস এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে।

তিনি আরও জানান, ঢাকা থেকে কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ড কর্তৃক তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই এয়ারক্রাফট এর ভিতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ হবে আরামদায়ক ও আনন্দময়।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর