chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় পারকি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় পারকি সৈকতে ভেসে এলো মৃত ইরাবতি ডলফিন। আজ শুক্রবার বিকেলে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয় ও পর্যটকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জোয়ারের পানি নামার পর সৈকতের পশ্চিম পাশে দেখা যায় ডলফিনটি। মুহূর্তে সৈকতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ডলফিনটি প্রায় চার ফুট লম্বা আর প্রস্থে দুই ফুটের বেশি।

শহর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা দর্শনার্থী মো. জানে আলম জানান, সৈকতে ঘুরতে গেলে বিকেল চারটার সময় একটি মৃত ডলফিন দেখতে পাই। মারা যাওয়া ডলফিনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা গেছে।

বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে সৈকতে ডলফিনটি দেখা যায়। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। আজ সন্ধ্যা হয়ে যাওয়ায় কিছু করতে পারিনি। কাল বন কর্মকর্তাদের সহায়তায় এটি মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর