chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ শুক্রবার পদুয়া ইউনিয়নের ডোয়ার আলী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম খুরশিদা বেগম (৫০)। তিনি ওই এলাকার জাফর আহমদের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে স্বামী জাফর আহমদের সাথে খুরশিদা বেগমের কথা কাটাকাটি হয়।

সকালে পরিবারের সদস্যরা যে যার কাজে চলে যান। এসময় বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন খুরশিদা বেগম। পরে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ নিচে নামিয়ে রাখা হয়।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথি হাওলাদার।

তিনি বলেন, নিচে নামানো অবস্থায় মরদেহটি পেয়েছি। প্রাথমিক তদন্তে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর