গরিব-দুস্থদের মাঝে নবীন মেলার ‘মশারি’ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: অসহায় কর্মহীন মানুষকে মশার হাত থেকে রক্ষার জন্য সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবীন মেলা’র পক্ষ থেকে মশারি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রহমতগঞ্জস্থ নবীন মেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একশজন মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অনুপ কুমার বিশ্বাস। তিনি নবীন মেলাকে সেবা কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকার চেক প্রদান করেন।
এসময় অনুপ কুমার বিশ্বাস বলেন, নবীন মেলা দীর্ঘ সময় ধরে নগরীতে নানামুখী সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। নবীন মেলার কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি গর্বিত।
তিনি আগামীতেও নবীন মেলার সেবা কর্মকান্ডে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
নবীন মেলার সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর দে। এ ছাড়া নবীন মেলা’র সহ-সভাপতি সাইফুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক হারুণ রশিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই/চখ