কাতারে সড়ক দুর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফয়েজ আহমেদ (৫৯) নামে রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহত ফয়েজ রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম পাঠান পাড়া গ্রামের কবির আহমেদের বাড়ির মৃত নুরুল হকের ছেলে।
নিহতের ভাইয়ের ছেলে কাতার প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল জানান, গত বুধবার বিকালে সবজি সরবরাহের কাজে নিজ মাইক্রো চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালওয়া সড়কের পাশে দেওয়ালের সাথে গাড়ির ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি নিহত হন। তার লাশ দোহার আল খোর হাসপাতালের মর্গে রয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, ফয়েজ বিগত ৩০বছর ধরে প্রবাস জীবনে আছেন। তিনি বিবাহিত জীবনে ২ কন্যা ও ২ ছেলে সন্তানের জনক। চলতি বছরের অক্টোবরে বড় মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য দেশে আসার কথা ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস তার একমাস পূর্বে লাশ হয়ে তিনি দেশে ফিরছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএএস/নচ