chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালী জলদাশ (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পুকুরিয়ার পূর্ব নাটমুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেফালী পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব নাটমুড়া গ্রামের মেঘনাথ জলদাশের স্ত্রী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য মনির উদ্দীন ময়ুর।

তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, ওই গ্রামের মুরগীর খামারের আশপাশে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় খামারের চারপাশে আর্থিং করা ছিলো। শেফালী বিষয়টি জানতেন না।

আজ সকালে পরিবারের জন্য শাক তুলতে গেলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। দীর্ঘক্ষণ পর পরিবারের অন্যান্য সদস্যরা শেফালীকে খুঁজতে খুঁজতে খামারের পাশে শেফালীর মরদেহ দেখে আমাকে জানায়।

আমি তাৎক্ষণিক স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে। নিহত শেফালী ৫ সন্তানের জননী বলে জানান ওই ইউপি সদস্য।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর