chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারও বিয়ে করলেন কণ্ঠশিল্পী ন্যান্সী

বিনোদন ডেস্ক: সেপ্টেম্বর মাসে বিয়ে করবেন বলেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্‌সি। কিন্তু সেপ্টেম্বর আসার আগেই আগস্টের শেষ সপ্তাহে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন এ শিল্পী।

বিয়ের ব্যাপারটি নিশ্চিত করলেও ন্যানসি বিয়ের তারিখটি জানাননি।

ন্যান্সীর বরের নাম মহসীন মেহেদী। তিনি একজন গীতিকবি। সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন মহসীন মেহেদী।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমার অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বর আয়োজনে বিয়ে করলাম আমরা। বিয়েতে আমাদের দুই পরিবারের ৪জনের সদস্য উপস্থিত ছিলেন।’

তিনি আরও জানান, শিগগিরই স্বামীর সঙ্গে নতুন বাসায় উঠতে যাচ্ছেন।

গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর