chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে তিন অবৈধ স মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে অবৈধভাবে স্থাপিত করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) লাইসেন্স না থাকায় এবং নবায়ন না করায় উপজেলার কুমিরার ঘোড়ামারা স মিলকে ১০ হাজার টাকা, সোনাইছড়ির বাগদাদ স মিলকে ১০ হাজার টাকা এবং ভাটিয়ারীর দি ইউনিক স মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এ সকল স মিল মালিকরা অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছিলেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সাহাদাত হুসেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর