chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অকারণেই ঘর থেকে বের হলেই জরিমানা গুনতে হচ্ছে চট্টগ্রামের বাসিন্দাদের

চট্টগ্রাম মহানগরীতে ঘর থেকে বের হলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন সেনা সদস্যদের সামনে পড়তে হচ্ছে বাসিন্দাদের। সতর্ক করার পাশাপাশি চলছে তাৎক্ষণিক জরিমানা কার্যক্রম।

বিকেল ৪টায় নগরীর মুরাদপুর এলাকায় গাড়ি দেখা গেছে, আশরাফুল আলমের নেতৃত্বে একদল সেনাসদস্য পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম চট্টলার খবরকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সবকিছু বন্ধ ঘোষণা করেছে। নির্দেশনা অমান্য করে যারা ঘর থেকে বের হচ্ছেন, তাদের সতর্ক করা হচ্ছে। আর যারা গাড়ি নিয়ে নেমেছেন তাদের জিজ্ঞাসাবাদের পর যদি মনে হয় অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাহলে জরিমানা করা হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেনাবাহিনী এবং নগর পুলিশের একটি টিম মানুষকে সতর্ক করছে। মাস্ক ব্যবহারের অনুরোধ জানাচ্ছেন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং করছেন নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই বিভাগের আরও খবর