chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে এসিড খেয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এস আর এস শিপ বেকার্স নামে একটি শিপইয়ার্ডের দুই নিরাপত্তা প্রহরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মূলত শিপইয়ার্ডের ড্রামে রাখা এসিডকে মদ ভেবে খেয়ে ফেলেন তারা। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত নিরাপত্তা প্রহরীর নাম দহরঞ্জন ত্রিপুরা (২৬)। একই ঘটনায় অসুস্থ অপর প্রহরী ধনেশ্বর ত্রিপুরা (২২)। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তথ্যটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর