chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দালালমুক্ত হলে চমেক হাসপাতালে সেবার মান বাড়বে : শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দালাল ও সিন্ডিকেট মুক্ত করা গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সেবার মান বাড়বে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

সোমবার (১৬ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী বলেন, হাসপাতালে নানান সিন্ডিকেটের কারণে সেবার মান ব্যাহত হচ্ছে দীর্ঘদিন ধরে । ঐক্যবদ্ধ হয়ে এসব সিন্ডিকেটকে প্রতিহত করতে হবে। আমাদের সবার ক্ষুদ্র স্বার্থের জন্য যেন কতগুলো অপরাধীকে প্রশ্রয় না দিই, সেদিকে খেয়াল রাখতে হবে।

এর আগে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে চমেক হাসপাতালের জন্য ৪০টি মেডিকেল বেড ও ১০টি অক্সিজেন সিলিন্ডার উপমন্ত্রীর হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরসহ অন্যান্য বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ইনি/এনএনআর

এই বিভাগের আরও খবর