chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে নগরীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক : বিধিনিষেধ উঠে যাওয়ায় নগরীতে বেড়েছে সাধারণ মানুষ ও গণপরিবহনের চলাচল। ফলে, সকাল থেকেই নগরীতে দেখা দিয়েছে তীব্র যানজট। তীব্র রোদ ও যানজটে তৈরি হয়েছে দূর্বিষহ পরিস্থিতি

বুধবার (১১ আগস্ট) নগরীর দিদার মার্কেট, আন্দরকিল্লা, নিউমার্কেট, কদমতলী ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে গাড়ির চাপে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্তে বিভিন্ন অফিস খুলে দেওয়ায় এবং এতদিন লকডাউনে যারা ব্যক্তিগত কাজ-কর্ম সেরে উঠতে পারেননি তারা সকলে বাড়ির বাইরে আসায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

এদিকে গত কয়েকদিন গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা থেকে মুক্তি মিললেও গরমের তাপ ও তীব্র জ্যামে অতিষ্ঠ্য হয়ে পড়েছে জন-জীবন।

নিউমার্কেট-নতুন ব্রীজ রুটের টেম্পো চালক মোহাম্মদ রফিক চট্টলার খবরকে বলেন, ‘জ্যাম অনেক, অনেকদিন পর রাস্তায় গাড়ি নিয়ে নামলাম। জ্যামের কারণে এখন সমস্যায় পড়ে গেছি।’

রিক্সাচালক জলিল আমাদের জানান, ‘পাঁচ মিনিটের রাস্তা পঁচিশ মিনিট লাগে এখন। অনেকদিকে তো যাওয়া ই সম্ভব হচ্ছে না। আর অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে যাচ্ছি খুব।’

বহদ্দারহাট থেকে নিউমার্কেটে আগত শিপন বলেন, ‘দিদার মার্কেটের পর থেকে টেম্পো থেমে থেমে সামনে এগিয়েছে। সময়ের অনেক অপচয়, তার উপর গরমে অনেক কষ্ট।’

নিউমার্কেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ শামীম বলেন, ‘বেলা এগারোটার পর থেকেই গাড়ি আর মানুষের চাপ খুব বেড়ে গেছে। সবদিকেই আজকে এই অবস্থা। লকডাউন উঠে যাওয়ায় মানুষ কাজে-কর্মে বের হয়েছে, অনেক অফিসও খুলে দিয়েছে।’

 

ইনি/চখ/এনএনআর

এই বিভাগের আরও খবর