chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৫ মিলিয়নের সেঞ্চুরি করে মেহজাবীনের রেকর্ড

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শোবিজের সম্ভাবনাময় অভিনয়শিল্পীর তালিকায় উঠে এসেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাম। লাক্স তারকা হিসেবে পর্দায় অভিষেক করেন মেহজাবিন। তারপর আর পিছন ফিরিয়ে তাকাতে হয়নি তাকে।

একের পর এক দর্শক প্রিয় টিভি নাটক উপহার দিয়েছেন তিনি। নতুন খবর হলো, এবার জানা গেল তার অভিনীত ১০০টি নাটক ৫ মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে।

মেহজাবীনের ফেসবুক পেজ থেকে এই সংবাদ জানানো হয়। সেখানে নাটকগুলোর নামসহ বলা হয়েছে, প্রত্যেকটি নাটক ৫০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন।

তবে এর আগে আরেকটি বড় রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেহজাবিন। তার অভিনীত ৩৩টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। যা এই অভিনয়শিল্পীকে অন্তর্জালে দর্শক প্রতিক্রিয়ায় এগিয়ে রেখেছে।

মেহজাবিন জানান, কোন নাটকে কত ভিউ হলো, সেটা ভেবে কখনো তিনি কাজ করেন না। সব সময় চেষ্টা করেন দর্শক যেন উপভোগ করেন। তবে কাজ করতে গিয়ে সাফল্য পেলে ভালো লাগে তার।

 

এই বিভাগের আরও খবর
Loading...