chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০ আগস্ট পবিত্র আশুরা

ডেস্ক নিউজ: আগামী ২০ আগস্ট পালিত হবে পবিত্র আশুরা। আজ সোমবার দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার নতুন বছর ১৪৪৩ হিজরি শুরু হচ্ছে।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৩ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি।

মঙ্গলবার (১০ আগস্ট) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী শুক্রবার (২০ আগস্ট- ১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

এমআই/চখ

Loading...