chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিককে অক্সিজেন কনসোলেটর দিলেন এমপি ফজলে করিম 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নিকট সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরীর পক্ষে স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহরলাল হাজারী চসিক আইসোলেশন সেন্টারের জন্য একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় অক্সিজেন কনসোলেটর হস্তান্তর করেছেন।

অক্সিজেন কনসোলেটর গ্রহণকালে মেয়র বলেন, করোনার আক্রান্ত রোগিদের সেবায় এ ধরনের মহতি উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, দুযোর্গকালীন সময়ে সমাজের বিত্তবান ও দায়িত্বশীলরা যদি এগিয়ে আসেন তাহলে সাধারণ জনগণ অনেক উপকৃত হন।

মেয়র করোনার অতিমারিতে সর্বস্তরের নাগরিকদের স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

সময় ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. মোবারক আলী, পুলক খাস্তগীর, সমাজসেবক সত্যজিৎ চৌধুরী টুলু উপস্থিত ছিলেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...