chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুঃস্বপ্নের সফর শেষে রাতেই উড়াল দিবে অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ (৯ আগস্ট) মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আর শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে অজিরা। তাই তো শেষ ম্যাচটা দু’দলের কাছে শুধুমাত্রই বিশ্বকাপ প্রস্তুতির অংশ হয়ে দাঁড়িয়েছে।

এই ম্যাচে টাইগার একাদশের উদ্বোধনী জুটিতে আসতে পারে পরিবর্তন। চার ম্যাচে ব্যর্থ সৌম্য সরকারের জায়গায় দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে।

১০ দিনের সফরে ৭ দিনের ব্যবধানে ৫টি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। সিরিজ শেষে মঙ্গলবারই (১০ আগস্ট) দেশে ফিরবে অজিরা।

 

ইউ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...