chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেডিও স্টেশন ম্যানেজারকে হত্যা করল তালেবান!

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি রেডিও স্টেশনের ম্যানেজারকে হত্যা করা হয়েছে। একইসঙ্গে একজন সাংবাদিককে অপহরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে তালেবানরা এ ঘটনা ঘটিয়েছে। সোমবার (৯ আগস্ট) আফগান সরকারি সূত্রে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে তালেবান মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে স্বাধীন গণমাধ্যমকে সমর্থন করা মানবাধিকার বিষয়ক সংগঠন এনএআই এর প্রধান মুজিব খেলওয়াতগার বলেছেন, রেডিও স্টেশনের ম্যানেজার তুফান ওমরকে এক অজ্ঞাত বন্দুকধারী হত্যা করেছে। ওমর উদারমনা ছিল। আমরা স্বাধীনভাবে কাজ করার জন্যই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছি।

কাবুলের কর্মকর্তারা ধারণা করছেন তালেবানই এই হামলা চালিয়েছে। গতমাসেই এনএআই প্রকাশ করেছিল যে আফগানিস্তানে অন্তত ৩০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে এবছর হত্যা করা হয়েছে। এছাড়া হেলমান্দের কর্মকর্তারা জানিয়েছেন, লস্করগাহ শহরের নেমাতুল্লাহ হেমাত নামের সাংবাদিককে তালেবানরা অপহরণ করেছে। তিনি ঘরঘাষ্ট নামের একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন।

এই বিভাগের আরও খবর