chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মডেল ইমির বাবার মৃত্যু

বিনোদন ডেস্ক: র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির বাবা এ কে এম জসীম উদ্দিন মারা গেছেনরবিবার (৮ আগস্ট) পটুয়াখালীর গ্রামের বাড়িতে ইমির বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর আগে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল মারা গেলেও সোমবার (৯ আগস্ট) দুপুরে বাবার মৃত্যুর বিষয়টি ফেসবুকে জানিয়েছেন ইমি।

নিজ ফেসবুকে তিনি লিখেন, ‘আমার বাবা পরোলোকে যাত্রা করেছেন। দয়া করে সবাই তার জন্য প্রার্থনা করবেন।

উল্লেখ্য, এ কে এম জসীম উদ্দীন মঞ্চ নাটকের শিল্পী ছিলেন। বাবার হাত ধরেই ইমির শোবিজের জগতে পদার্পণ।

জানাজা শেষে ইমির বাবা এ কে এম জসীম উদ্দিনকে পটুয়াখালীতেই দাফন করা হয়েছে।

ইনি/এমআই

Loading...