chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অজন দত্তের ওয়েব সিরিজে চঞ্চল

বিনোদন ডেস্ক: সঙ্গীতাঙ্গনে দুই বাংলায় জনপ্রিয়তা লাভের পাশাপাশি পরিচালক হিসেবেও নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন অঞ্জন দত্ত।

খুব দ্রুতই নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

গণমাধ্যমকে চঞ্চল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার অঞ্জন দত্তের সঙ্গে এ বিষয়ে তার আলাপ হয়। আগামী অক্টোবরে ওয়েব সিরিজটি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অঞ্জন।

চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘এটা সত্যি যে তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। এখন সব সময়ের উপর নির্ভর করছে।’

বর্তমানে কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন চঞ্চল চৌধুরী৷ তারমধ্যে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’র একদিনের শুটিং এখনো বাকি। আগামী শোক দিবসের আগে বা পরে এই ওয়েব সিরিজের শুটিং করার মধ্য দিয়েই তিনি লকডাউনের পরপর কাজে ফিরবেন।

ইনি/চখ/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...