chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা রিয়ানা

ডেস্ক নিউজ: ধনী কণ্ঠশিল্পীদের তালিকায় এবার মেডোনা ও বিয়ন্সিকে ছাড়িয়ে গেলেন মার্কিন পপ তারকা রিয়ানা। তার সম্পদের পরিমান জানলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। জানা যায়, তিনি অন্তত ১৭০ কোটি ডলারের মালিক। বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস এ তথ্য জানিয়েছে।

ফোর্বসের মতে, তার মোট সম্পদের মূল্য ১.৭ বিলিয়ন ডলার। যদিও তার সম্পদের উৎস শুধু তার গান নয়। ২০১৭ সালে প্রতিষ্ঠিত গায়িকার ফেনটি বিউটি এবং তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।

অনেকের মতে মেকআপ কোম্পানি থেকে তার ব্যক্তিগত আয়ের সিংহ ভাগ আসে।

প্রসঙ্গত, রিয়ানার জন্ম সেন্ট মাইকেল, বার্বাডোসে৷ তিনি বেড়ে ওঠেছেন ব্রিজটাউনে৷ তিনি প্রথম সংগীত জগতে প্রবেশ করেন ২০০৩ সালে সংগীত প্রযোজক ইভান রজার্সের প্রযোজনায় ডেমো টেপে অংশগ্রহণ করে।

রিয়ানা ২০০৬ সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘এ গার্ল লাইক মি’ প্রকাশ করে খ্যাতি অর্জন করেন।

 

এই বিভাগের আরও খবর
Loading...