chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকালে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, শামশুল আলম, আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল আলম ও রেবেকা সুলতানা মণি।

এছাড়া বঙ্গমাতার স্মরণে দোয়া মাহফিল ও প্রধানমন্ত্রী প্রদত্ত ১৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...