chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, ভূমি কর্মকর্তা মো. ইকবাল হাসান, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গরিব ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...