chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালী প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ‘সবুজে বাঁচি, সবুজে হাসি’ এই স্লোগানে বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম।

এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে বাসযোগ্য একটি পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণ অপরিহার্য। বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কঠিন এক সময় পার করছি। এরমধ্যেও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা দেশের মানুষকে অন্তত দুইটি বৃক্ষরোপণ করার আহ্বান জানাই।

মো. ফারুক ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্ত্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস, এম নাঈম উদ্দিন, শাহা আলম বাবলু প্রমুখ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...