chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৯৩৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৯৩৩ জনের প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। এসময় মৃত্যু হয়েছে ১৫ জনের।

রবিবার (৮ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫১৯ ও উপজেলার ৪১৪ জন।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৮০ জন। এছাড়া হাটহাজারী উপজেলায় ৭১ জন, রাউজান উপজেলায় ৬৯ জন, বোয়ালখালী উপজেলায় ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে

এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৯ এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৫২১ জনে।

এই বিভাগের আরও খবর
Loading...