chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ ব্যাংক বন্ধ

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিরোধে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেন চলবে সীমিত পরিসরে। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ চলাকালে আজ (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় এদিন শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে,গত সপ্তাহে শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। পরের দুদিন অর্থাৎ সোম ও মঙ্গলবার ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। তবে আনুষঙ্গিক কাজের জন্য বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

লকডাউনের মধ্যে চলতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার সপ্তাহিক ছুটির পাশাপাশি রোব এবং বুধবার ব্যাংক বন্ধ ছিল। বাকি দিনগুলোতে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

একই সঙ্গে ৯ ও ১০ আগস্ট শেয়ারবাজারেও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন চালু থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং স্টেশন চালু থাকবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর