chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্দর থানার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে সর্বদা মাস্ক পরিধানের বিকল্প নেই। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রায়ই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। তারই অংশ হিসেবে বন্দর থানাধানী সল্টগোলা এলাকা থেকে পার্শ্ববর্তী সকল এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে বন্দর থানা পুলিশ।

শনিবার (৭ আগস্ট) দুপুর ২টা থেকে বন্দর থানাধীন সল্টগোলা এলাকা থেকে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি যারা মাস্ক পরিধান না করে চলাফেরা করেছেন, তাদের সচেতন করার পাশাপাশি উদ্ধুদ্ধ করা হয় মাস্ক পরিধানে।

https://www.facebook.com/watch/?v=371171701045802

এছাড়াও করোনার ঊর্ধ্বমুখী হার ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতেও সবাইকে আহবান জানানো হয়। একইভাবে দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ থেকে সবাইকে সুরক্ষিত থাকতে যার যার নিজ গৃহ ও আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও সচেতন করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এমন কর্মসূচিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ জনগণ।

উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন।

ইনি/চখ/এমআই

এই বিভাগের আরও খবর