chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির নওগাঁ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে রিপন-জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যায়নরত নওগাঁ জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন নওগাঁ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের আংশিক কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েম আহম্মেদ রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (৫ অগাস্ট) এক ভার্চুয়াল সম্মেলন এর মাধ্যমে শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তক্রমে অনলাইনের মাধ্যমে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
প্রসঙ্গত, সংগঠনটি গঠিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে নওগাঁ জেলার শিক্ষার্থীদের ভর্তি হওয়া থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করে আসছে। এছাড়াও বিভিন্ন উৎসব, বিশেষ দিন উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ ভ্রমণ সহ শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করে সংগঠনটি।
এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...