chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় চবির সাবেক শিক্ষক গাজী সালাহ উদ্দীনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালাহ উদ্দীন।

আজ শুক্রবার রাত ৮ টার দিকে রাজধানীর সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গাজী সালাহ উদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সালেহীন তানভীর গাজী।

অধ্যাপক গাজী সালাহ উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। চবির প্রক্টর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে সক্রিয়া ভূমিকা পালন করেন অধ্যাপক গাজী সালাহ উদ্দীন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর