chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ‘মাস্ক গাছ’ লাগাবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে সচেতন ও উদ্বুদ্ধ করতে এবার ‘মাস্ক ট্রি’ বা ‘মাস্ক গাছ’ লাগাবে সিএমপির ডবলমুরিং থানা পুলিশ।

আগামীকাল শনিবার (৭ আগস্ট) বিট পুলিশিং ডে উপলক্ষে এসব মাস্ক গাছ উদ্বোধন করা হবে। দুপুর সাড়ে ১১ টায় নগরীর আগ্রাবাদ বাদামতলি মোড়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন ডিসি (পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারীশ।

তথ্যটি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মো. মহসীন বলেন, মানুষকে মাস্ক পরতে সচেতন ও উদ্বুদ্ধ করতেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ডবলমুরিং থানার ৬টি বিটের ১০ টি স্পটে এই গাছ লাগানো হবে।

এসব গাছে পর্যায়ক্রমে ১ লাখ মাস্ক থাকবে। সেখান থেকে যেকেউ বিনামূল্যে নিতে পারবে মাস্ক।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর