chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার কাটিরহাট এলাকায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল সাইনবোর্ড লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জনি দাশ। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামকৃষ্ণ মিশন এলাকার অজিত দত্তের ছেলে।

জানা যায়, দুপুরে ব্যাংকটিতে ডিজিটাল সাইনবোর্ড লাগাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে জনি ও তার এক সহকারী আহত হয়ে নিচে পড়ে যায়। স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব। নিহত জনির সংসারে এক বছরের একটি সন্তান রয়েছে। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...