chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওমর কায়সারের মায়ের মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি ও প্রথম আলো বার্তা সম্পাদক কবি ওমর কায়সারের মা মোছাম্মৎ সুরুতুনেচ্ছা (৮৭) নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

আজ শুক্রবার (৬ আগস্ট) বাদে মাগরিব পটিয়ার মনসা গ্রামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সুরুতুনেচ্ছার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়েছে।

এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...