chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: নগরীতে জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে চান্দগাঁওয়ের খতিবের হাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকার মো. সরওয়ার সওদাগর (৩৬), ফরিদা পাড়ার মো. শুক্কুর (৪০) ও লোকমান সুলেমান বাড়ির মো. মহিউদ্দীন (৪০)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮টি তাসের প্যাকেট, ১০৫টি জুয়ার তাস ও নগদ ৩৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খতিবের হাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় জুয়া খেলার নগদ ৩৪ হাজার ৩০০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই কাউছার হামিদ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...