chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১১১৪

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ১১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ। এসময় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে নগরীর ৮ জন এবং উপজেলায় ৯ জন। এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬ জনের।

শুক্রবার (৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। আইসিইউ খালি নেই। এই অবস্থায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।

এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...