chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পূজা উদযাপন পরিষদ ও ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথে ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণের নেতাকর্মীদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগরে সনাতনী সম্প্রদায়ের মঠ মন্দির নিয়ে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার লক্ষ্যে বেশ কিছু দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উভয় সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত ধর্মীয় এ মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।

সংরক্ষণের সম্পাদক ও উপকমিটির সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন, গণসংযোগ সম্পাদক নিউটন দে।

তাছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণের সম্পাদক বাবুল দাশ তনয়, সহধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক অমিত ঘোষ, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন উপ-পরিষদের আহ্বায়ক টিংকু দাশ, যুগ্ম আহ্বায়ক রতীন্দ্র বনিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অপু বৈদ্য, তপন চন্দ্র সরকার, যুগ্ম সচিব রঞ্জন দে, রবিন দে, যুগ্ম সচিব নটরাজ দাশগুপ্ত প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর