chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাংবাদিক আল রাহমানের বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, বাংলানিউজ টোয়েন্টিফোরের সিনিয়র করেসপন্ডেন্ট আল রাহমানের বাবা আবু হেনা মো. আবদুল্লাহিল হাসান মারা গেছেন

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৩টায় তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মৌলভি মুহম্মদ হাফিজুর রহমান বিএবিটি’র বড় সন্তান, পদ্মা অয়েল কোম্পানির প্রাক্তন একাউন্টস অফিসার ছিলেন আবু হেনা।

আজ ৫ আগস্ট বৃহস্পতিবার বাদে এশা রাউজান উপজেলার মোহাম্মদপুর মুয়াজ্জিন বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক আল রহমানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সম্পাদক জুয়েল মাজহার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

পৃথক বার্তায় বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী গভীর শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...