chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ২৯ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার শিকলবাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম জুয়েল। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা মাইজগাঁও এলাকার মৃত জালাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার সময় কর্ণফুলী উপজেলা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মীদের কাছে জানতে পারি তিনি ওই এলাকার নির্মাণাধীন ৭ তলা একটি ভবনে কাজ করতে গিয়ে মাথা ঘুরে নিচে পড়ে যান। এতে মারাত্মকভাবে আহত হন।

চমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত ওই যুবককে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...