chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়েজিদে ৬ জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো মেইন গেইট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৯৯ হাজার পঞ্চাশ টাকা উদ্ধার ও ২ প্যাকেট তাস জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মো. কামরুজ্জামান (২৮), মো. শাহ জাহান প্রকাশ সুজন (২৭), মো. ইব্রাহিম (২৮), মো. ইমাম (৪৮), মো. হাসান (২৫) ও হাসান (৩০)।

তথ্যটি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার সকালে সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...