chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাঁদপুর পৌর মেয়র জুয়েল করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ :চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমান তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন। তার ব্যক্তিগত সহকারী মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কয়েক দিন ধরে মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল শারীরিকভাবে অসুস্থতা বােধ করছিলেন।

বুধবার (০৪ আগস্ট) সকালে তিনি করোনা টেস্টের জন্য নমুনা দেন। দুপুরে জানতে পারেন, তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। করোনা থেকে মুক্তির জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। করোনা থেকে রক্ষায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন তিনি।

এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...