chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: নগরীতে ইয়াবাসহ মো. আল আমিন (৪০), মাফিয়া বেগম (৫০) এবং মো. মোশারফ হোসেন (৩১) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলকলি রোডের সামনে থেকে মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, পেশায় তিনি সিএনজি চালক। তার আরেক বন্ধু ম্যাক্সিমা চালক মোশাররফ। তাদের বাসায় বুআর কাজ করে মাফিয়া। বুয়ার কাজের আড়ালেই সে ইয়াবা বিক্রি করে। পরে তিনজনই ইয়াবা বিক্রি শুরু করে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...