chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মালিতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৭ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। প্রচন্ড বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। সরকার ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরটিএম জানিয়েছে, ট্রাকের একটি টায়ার ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারান এটির চালক। এরপরই ট্রাকটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

সেগৌ শহরের ২০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের গতি এত বেশি ছিল যে, বাসের সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদৌন ওলদ মামৌনি বলেছেন, এ ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছে। এর আগে ৩৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল তারা।

আফ্রিকা মহাদেশের বেশির ভাগ দেশেরই রাস্তাঘাট খুব ভালো নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র হিসাব মতে মহাদেশটিতে প্রতি ১ লাখে ২৬ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়।

নচ/এমআই

এই বিভাগের আরও খবর